মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি। এবার ২০২৫ সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছে। জ্যাক অডিয়ার্ডের মাদক কার্টেল নিয়ে তৈরি আকর্ষণীয় মিউজিক্যাল ফিল্মটি সর্বাধিক মনোনয়ন অর্জন করেছে।
যার মধ্যে সেরা মুভি- মিউজিক্যাল অথবা কমেডি, সেরা পরিচালক (অডিয়ার্ড), পার্শ্ব চরিত্র (সেলেনা গোমেজ এবং জোই সালদানা), সেরা অভিনেত্রী (কারলা সোফিয়া গাসকন) ক্যাটাগরিগুলো উল্লেখ্য।
এর কাছাকাছি রয়েছে ব্র্যাডি করবেটের উচ্চাকাঙ্খী ড্রামা ‘দ্য ব্রুটালিস্ট’। এ ছবিটি সাতটি নোমিনেশন অর্জন করেছে। এরপরই রয়েছে ফোকাস ফিচার্সের ‘কনক্লেভ’ ছবিটি। এটি ছয়টি মনোনয়ন অর্জন করেছে।
এছাড়াও ‘আনোরা’, ‘চ্যালেঞ্জার্স’, ‘এ রিয়েল পেইন’ এবং ব্লকবাস্টার ‘উইকেড’ ছবিগুলোও একাধিক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছে। ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিটিও সেরা মিউজিক্যাল অথবা কমেডি, সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছে।
এই বছর সেবাস্টিয়ান স্ট্যান অত্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স দিয়েছেন ‘এ ডিফরেন্ট ম্যান’ ছবিতে। এতে অভিনয়ের জন্য তিনি কমেডি/মিউজিক্যাল সিনেমার সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি ‘দ্য অ্যাপ্রেন্টিস’ ছবির জন্য ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন।
‘টাইটানিক’খ্যাত কেট উইন্সলেটও দুটি মনোনয়ন পেয়েছেন। এর একটি ‘লি’ ছবির জন্য সেরা প্রধান অভিনেত্রী এবং আরেকটি শর্ট সিরিজ ‘দ্য রেজিম’র জন্য সেরা অভিনেত্রী বিভাগ। সেলেনা গোমেজকে ‘এমিলিয়া পেরেজ’ এবং ‘ওনলি মর্ডার্স ইন দ্য বিল্ডিং’ ছবি দুটির জন্য দুই বিভাগে মনোনয়ন দেয়া হয়েছে।
টেলিভিশনে ‘দ্য বেয়ার’ পাঁচটি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে। একাধিক বিভাগে মনোনয়ন পাওয়া অন্যান্য সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ওনলি মর্ডার্স ইন দ্য বিল্ডিং’ এবং ‘শোগান’, ‘নোবডি ওয়ান্টস দিস’।