ছাত্র-জনতার আন্দোলনে ফতুল্লায় মো. তানভীর রহমান (১৭) নামে এক কিশোরকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আহত কিশোর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলায় আসামীদের মধ্যে শামীম ওসমান ছাড়াও সেলিম ওসমান, আজমেরি ওসমান, ছেলে অয়ন ওসমানসহ আরও ১১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘গত ৪ আগস্ট দুপুরে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় আন্দোলনে ছিলো ভুক্তোভোগী কিশোর। এসময় আসামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য গুলি করলে বাদী গুলিবিদ্ধ হয়। এরপর বাদী অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করেন।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।