ঢাকাTuesday , 10 December 2024
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় দেড় কোটির বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন

thestarn
December 10, 2024 12:04 pm
Link Copied!

সিরিয়ায় জরুরি ভিত্তিতে দেড় কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি গোঞ্জালো ভারগাস লোসা বিবিসিকে বলেন, সাম্প্রতিক সময়ে সিরিয়ার সংঘাতে ৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

এর আগেই সিরিয়ায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে আরও ৭০ লাখ মানুষ। এছাড়া ৫০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

গোঞ্জালো ভারগাস লোসা বলেন, এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। বহু মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।

এদিকে কাতারের সামরিক বাহিনী জানিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ দিয়ে বিমানে করে সিরিয়ায় তাদের প্রথম ত্রাণ সহায়তা সরবরাহ করা হয়েছে। সিরিয়ায় খাবার এবং ওষুধ সরবরাহ করার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রতিষ্ঠিত কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) মাধ্যমে সিরিয়ায় খাবার, ওষুধ এবং আশ্রয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।