ঢাকাFriday , 13 December 2024
আজকের সর্বশেষ সবখবর

জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে রাজি আছি: শাহরিয়ার নাজিম জয়

খান শুভ
December 13, 2024 2:57 pm
Link Copied!

বিনোদন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচলে জমি বরাদ্দ পেতে শেখ হাসিনাকে মা ডেকে আলোচনায় এসেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এবার বললেন, আরেকটা জমির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে বাবা ডাকতেও রাজি আছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমাটি। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত থাকা জয়ের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো।

সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে মোটেও অনুতপ্ত না বলে জানান জয়। তিনি বলেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মাণ বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।