ঢাকাFriday , 13 December 2024
আজকের সর্বশেষ সবখবর

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস, কাউন্টি খেলতে বাধা নেই সাকিবের

খান শুভ
December 13, 2024 3:57 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি :-

ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এর ফলে ওই দেশে ক্রিকেট খেলতে আর বাধা রইল না এই অলরাউন্ডারের।
ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে চলতি মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায় মোট চার ওভার বল করেন তিনি। তার এই ২৪ ডেলিভারিতে কোনো ত্রুটি পাননি বিশেষজ্ঞরা। তাই সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ।
প্রায় ১৩ বছর পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট ও পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। তাতেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।
এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে সাকিবকে। সে পরীক্ষাতেও পাস করলেন তিনি।
পেশাদার ক্রিকেটে দীর্ঘ সময় পার করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারের তকমা লাগিয়ে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। এর আগে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছিল কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ।
সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে ২০০৬ সালে। যেখানে এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ৭১২ উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।