ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে দুই মাদক কারবারি যুবক আটক, ৩শ’ পিস ইয়াবা উদ্ধার

খান শুভ
December 14, 2024 10:06 am
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইয়াবা,ইয়াবা উদ্ধার,ইয়াবা ট্যাবলেট,ইয়াবা ট্যাবলেট উদ্ধার,ইয়াবাসহ আটক,ইয়াবাসহ যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জ নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনর্চাজ) মোহাম্মদ শাহীনুর আলম।

আটককৃত যুবকের নাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরিপাড়া এলাকার মো. নুর মোহাম্মদের ছেলে রিয়াদ হোসেন (২৮) ও একই এলাকার মো. আব্দুল আজিজ (৩৮)। শনিবার (১৪ ডিসেম্বর) মাদক মামলায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটায় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে আসামীদ্বয়কে আটক করা হয়। জিগাজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা স্বীকার করে। পরে আসামী রিয়াদ হোসেন এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ২৫০ এবং মোঃ আব্দুল আজিজের প্যান্টের পকেট থেতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার ওজন ৩০ (ত্রিশ) গ্রাম এবং মূল্য প্রায় ৯০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনর্চাজ) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আমরা রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছি। তাদের কাছ থেকে তিনশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।