নারায়ণগঞ্জ প্রতিনিধি :
স্বাধীনতাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তারুণ্যের প্রতীক
তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির তাঁত ও শিল্প বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন,