নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৫ নং ওয়ার্ড ওমরপুর এলাকায় কৃষকদলের উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নাসিক ৫ নং ওয়ার্ড ওমরপুর হারানো পুকুরপাড় বালুর মাঠে এ ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব কায়সার আহমেদ রিফাত, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফ প্রধান, সিদ্ধিরগঞ্জ তারা কৃষক দলের সদস্য সচিব এস এইচ মুন্না।
সভাপতিত্ব করেন, সিদ্ধিরগঞ্জ থানা ৫ নং ওয়াড কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা,ও সঞ্চালনায় ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পাঁচ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সুজন।
সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য শামীম আহমেদ ডালি।
সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, শাহীন মিয়া সজল,সুমন আহমেদ, জুয়েল রানা ও সাজন মিধা।