ঢাকাThursday , 26 December 2024
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত লোড ডেজার জব্দকরে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত অর্থ  নেয়ার অভিযোগ  ২ ব্যক্তির বিরুদ্ধে 

খান শুভ
December 26, 2024 11:35 pm
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় নদীতে বিভিন্ন স্থানে বন্ধ থাকা অবস্থায় পরিত্যক্ত লোডিং ড্রেজার রাখা থাকায়,প্রশাসনিক ভাবে নিষিদ্ধ ও কাজ না থাকায় বেশীর ভাগ ড্রেজারই বন্ধ থাকে।লৌহজংয়ের বিভিন্ন স্থানে প্রতিবছর ই এসব ড্রেজার নিরাপদ স্থানে বন্ধ অবস্থায় রাখা হয়।কিন্তু এ বছর গত ১৯ নভেম্বর বিকেল ৩টায় এসিল্যান্ড লৌহজংয়ের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয় লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমান গত ১৯-১১-২০২৪ বিকেল ৩ ঘটিকাল সময় লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে লোড ডেজার মাধ্যমে বালু উত্তোলনে অবহিত ৮ টি লোড ডেজার জব্দ করাহয় নৌ পুলিশ ও কোস্ট গার্ড এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

পরবর্তী তে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮-১২-২০২৪ইং প্রতিটি জব্দকরা  লোড ডেজার ৮টি এর মধ্যে ৭টি কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।অর্থদণ্ড মোট টাকার পরিমাণ ৩লক্ষ ৫০ হাজার টাকা। বিশেষ অনুরোধে একটি জরিমানা বিহীন ছেরে দেয়া হয়।

উপজেলা প্রশাসনের জরিমানা আদায়ের পরেও  ম্যানেজ করে দেয়ার জন্য ব্যাবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন ২ব্যাক্তি

নাম প্রকাশে অনিচ্ছুক   ড্রেজার মালিকদের মধ্যে কয়েকজন বলেন” আমাদের লোডিং ড্রেজার বা বালু কাটার যন্ত্র পরিত্যাক্ত অবস্থায় ছিল ,কে বা কার  নির্দেশে এসিল্যান্ড মহোদয় এগুলো নিয়ে এসে জব্দ করেছেন আমরা জানিনা? এবং৮-১২-২৪ রাত্রি সময়ে ৪টি  লোড ডেজারের জন্য তাদের দাবি ছিল ৪ লক্ষ টাকা কিন্তু দেয়া হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা।আর ৩টি ২ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে ৩টি অর্থদণ্ড করে ছাড়িয়ে দেবে বলে আমাদের কাছ থেকে নেয় ঐ দুই ব্যক্তি। তারা  মোট ৬ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন লোড ডেজার ব্যবসায়ীদের কাছ থেকে।

ড্রেজার মালিকদের মধ্যে কয়েকজন বলেন আমাদের লোড  ড্রেজার বা বালু কাটার যন্ত্র পরিত্যাক্ত অবস্থায় ছিল ,কে বা কার  নির্দেশে এসিলেন্ড মহোদয় এগুলো নিয়ে এসে জব্দ করেছেন আমরা জানিনা এবং৮-১২-২৪ রাত্রি সময়ে চারটির লোড ডেজারের জন্য তাদের দাবি ছিল ৪ লক্ষ টাকা কিন্তু দেয়া হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে ৪টি ও ২ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে ৩টি অর্থদণ্ড করে ছাড়িয়ে দেবে বলে নিয়েছেন দুই ব্যক্তি। ঐ দুই ব্যক্তি ৬ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন লোড ডেজার ব্যবসায়ীদের কাছ থেকে।

এ বিষয়ে ব্যাবসায়ী মোঃ রহমতউল্লাহ দেওয়ান বলেন আমি  নিজে দুই ব্যক্তি শহিদ সুরূজ ও মোঃ মাসুদ খান বালু কাটার ড্রেজার ছাড়ানোর ব্যাপারে ৬ লক্ষ টাকা প্রদান করি। তিনি তাদের নাম উল্লেখ করে বলেন একজন লৌহজং উপজেলার শহীদ সুরুজ তার কাছে এই ৬ লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হয়। তার সাথে  মাসুদ খানকে নিয়ে এই কাজগুলো করে দেওয়ার কথা বলেন। আমার কাছ থেকে ইউ এন ও এবং এসিল্যান্ডের  কথা উল্লেখ করে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে,মোঃ মাসুদ খান নামক ঐ ব্যাক্তি বলেন আমি  ছিলাম আমার সাথে আর্থিক কোনো লেনদেন হয়নি। এ বিষয়ে আমার সাথে কোন কথা নেই সুরুজ এর সাথে কথা বলেন।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমান বলেন,এমন তো অনেক অভিযান পরিচালনা করেছি না দেখে কিছু বলতে পারবোনা।আর আমার বদলি হয়ে গেছে রংপুর পরবর্তী  এসিল্যান্ড এসে আপনাদের সহযোগিতা করবে।

এবিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন সংবাদকর্মীদেন  বলেন আমাকে একটু সময় দেন বিষয়টি নিশ্চিত করতে। এ বিষয়ে কোন আর্থিক লেনদেন আমার সাথে হয়নি। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি কায়েসুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন এবং অতিরিক্ত টাকা নেওয়া কোন সুযোগ নেই।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ফেরদৌস ওয়াহিদ বলেন পরিত্যক্ত লোড ডেজার জব্দ করার নির্দেশ নেই,কেউ কেউ যদি জব্দ করতে চায় এটা ভিন্ন বিষয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড আছে তাঁরা দেখতে পারে। তিন আরো বলেন জেলা ম্যাজিস্ট্রেট বলতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।