ঢাকাThursday , 26 December 2024
আজকের সর্বশেষ সবখবর

বন্দরের সাধারণ মানুষের ভোগান্তি দেখে মাকসুদ হোসেনের অর্থায়ণে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

খান শুভ
December 26, 2024 11:51 pm
Link Copied!

আরমান হাসান

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের চাঁনপুরে জনভোগান্তি লাঘবে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উক্ত ব্রিজ নির্মাণে ৫ লক্ষাধিক টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর  দুপুর ১২টায় মাকসুদ হোসেন উক্ত ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করে এ ব্রিজ সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।

সংবাদ সূত্রে, চাঁনপুর খালের উপর একটি সংযোগ ব্রিজ না থাকায় উক্ত এলাকার বেশ কিছু জনসাধারণ দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে মদনপুর বাস স্ট্যান্ডে চলাফেরার ক্ষেত্রে ভোগিন্ত পোহাচ্ছিলো।

এদিকে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও জনগণের সমস্যার কথা ভেবে মাকসুদ হোসেন ব্যক্তিগত অর্থায়ণে ব্রিজ নির্মাণ করে দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তা স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং স্থানীয়রা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

এসময় আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন,  নাসিক ২৭নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার কাজী মনির হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান, সমাজসেবক নবীর হোসেন, ইছহাক মিয়া, কামাল হোসেন, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম ও নাছির উদ্দিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।