ঢাকাMonday , 30 December 2024
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় গড়াই নদের পাড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

খান শুভ
December 30, 2024 4:09 pm
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই নদের উপর রেলসেতুর নীচ থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার পরনে চেক লুঙ্গি, শার্ট ও কালো রঙের কোট রয়েছে। এছাড়াও বামহাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। রেলসেতুর নিচে সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে উপস্থিত কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস জানান, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটা দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। রোববারের রাতের কোনো একসময় ট্রেনে চলার সময় এ ঘটনা ঘটতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।