নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাকিব হাসান রিফাতের নেতৃত্বে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ জনুয়ারী দুপুর তিনটায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি একে হিরার গৌরব,ঐতিহ্য ও সংগ্ৰামের জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাকিব হাসান রিফাত শত শত নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন ।
পরে ওই ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের সৌদি বাংলা শপিং মল এর সামনে থেকে শুরু করে কাঁচপুর ব্রিজের নিচে হয়ে চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংক এর সামনে এসে শেষ হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলটির শেষ করে রাকিব হাসান রিফাত সাংবাদিকদের বলেন,দীর্ঘ ১৭ বছর স্বৈরাশাসক সরকারের কারণে নিজের দলের কোন আনন্দ মিছিল করতে পারেনি আজ দীর্ঘ অনেক বছর পর রাজপথে খোলা মনে আনন্দ মিছিলটি করতে পেরে নিজের মনে খুব আনন্দ লাগছে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত্ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে।