ঢাকাSunday , 5 January 2025
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন ৯০ বাংলাদেশি জেলে,৯৫ ভারতীয় জেলেকে হস্তান্তর ,

খান শুভ
January 5, 2025 4:54 pm
Link Copied!

ভারতবাংলাদেশের মধ্যে আটক জেলেদের হস্তান্তর। ছবি: সংগৃহীত

দ্য স্টার নিউজ ডেস্ক

ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।অন্যদিকে, বাংলাদেশে আটক ৯৫ ভারতীয়জেলেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিম আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে দুইদেশের জেলেদের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন শুরু হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

অক্টোবরের প্রথম দিকে বাগেরহাট থেকে চার ট্রলারে থাকা ৬৪ ভারতীয় জেলেকে আটক করা হয়। পরে দুটি ট্রলারে থাকাআরও ৩১ ভারতীয় জেলেকে পটুয়াখালীতে আটক করা হয়।অন্যদিকে, ডিসেম্বরের প্রথম দিকে ভারতীয় কোস্টগার্ড ওডিশারপ্যারাদ্বীপের কাছে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করে।

এর আগে, আরও ১২ বাংলাদেশি জেলেকে আটক করেছিল ভারতের কোস্টগার্ড।আজ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে ৯০জেলেকে এবং ভারতের কোস্টগার্ডের কাছে ৯৫ ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়।একইসঙ্গে আটক জাহাজও বিনিময় হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশি মাছ ধরা জাহাজ এফভি লায়লা এফভি মেঘনা ফেরত দেওয়াহয়েছে এবং ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকা ফেরত পাঠানো হয়েছে।

জেলেদের হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।