ঢাকাMonday , 6 January 2025
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খান শুভ
January 6, 2025 1:48 pm
Link Copied!

নিহত মো: মইনুল ইসলাম ।ছবি : সংগৃহীত 


নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় একজন নির্মাণকর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো: মইনুল ইসলাম (২৮)তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাসিন্দা এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

শুক্রবার ( জানুয়ারি) সকালে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজে যোগদানের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রূপপুরে পথে রওনাদেন মইনুল ইসলাম। সকাল :৩৫ টা নাগাদ ভেড়মারার ব্রিজের মাঠ এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি স্টারিংগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টারিং গাড়িটি দ্রুতগতিতে উল্টো দিক থেকে এসে নিয়ন্ত্রণহারিয়ে তার মোটরসাইকেলের ওপর উঠে যায়।

স্থানীয় লোকজন দ্রুত…… তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তার অবস্থাআশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার ( জানুয়ারি) ভোর :৩০ মিনিটে মইনুল ইসলাম মৃত্যুবরণ করেন।চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল, যা তার মৃত্যুরকারণ হয়ে দাঁড়ায়।নিহতের পরিবার সহকর্মীরা….  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মইনুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।নিহত মইনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, তারা দুর্ঘটনাপ্রবণ এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।