নারায়ণগঞ্জ তরুণ দলের আয়োজনে অসহায় শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি ) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আম্বার পেপার মিলের সামনে বালুর মাঠে সাত শতাধিক পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করেন টি এইচ তোফা।
আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন।এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক টিএইচ তোফা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নাসিক -৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিএম সাদরিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টি এইচ ফয়সাল, এডভোকেট রাসেল, আবুল কালাম আজাদ রাসেল, কবির হোসেন মোড়ল, আব্দুল করিম ও তরুণ দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।