ঢাকাTuesday , 7 January 2025
আজকের সর্বশেষ সবখবর

অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি নেমে এসেছে ১.৮১ শতাংশে

খান শুভ
January 7, 2025 2:38 pm
Link Copied!

২০২৪২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৮১ শতাংশ।ছবি : স্টার নিউজ গ্রাফিক্স 


দ্য স্টার নিউজ ডেস্ক 

২০২৪২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৮১ শতাংশ। এটি রাজনৈতিকঅস্থিরতার কারণে গত সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি। সোমবার ( জানুয়ারি) বাংলাদেশপরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের প্রথম তিন মাসের জিডিপির তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইসেপ্টেম্বর প্রান্তিকের এই প্রবৃদ্ধি ২০২১ অর্থবছরেরদ্বিতীয় প্রান্তিকের পর সবচেয়ে ধীর। ওই অর্থবছরে প্রবৃদ্ধি দশমিক ২৬ শতাংশে নেমে এসেছিল।তবে গত বছরের একই সময়েজিডিপি প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ০৪ শতাংশ। এই পরিসংখ্যান দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভঙ্গুর দশাকে তুলে ধরেছে।

প্রথম প্রান্তিকে কৃষি উৎপাদন বেড়েছে মাত্র দশমিক ১৬ শতাংশ, যা আগের বছরের দশমিক ৩৫ শতাংশের চেয়ে কম।বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি শিল্প খাতের প্রবৃদ্ধিও আশা জাগাতে পারেনি।

কারখানার উৎপাদন বেড়েছে মাত্র দশমিক ১৩ শতাংশ, যা ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড করা দশমিক ২২শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম।দেশের জিডিপির গুরুত্বপূর্ণ অংশ সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল দশমিক শূন্য শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।