ঢাকাTuesday , 7 January 2025
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকার একাদশে ছিলেন না সাব্বির

খান শুভ
January 7, 2025 1:54 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক 

শৃঙ্খলতাজনিত কারণে বাদ পড়া সাব্বির রহমানের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারে অসংখ্যবার এই কারণে নিষেধাজ্ঞায়পড়েছেন। এমনকি জরিমানাও গুনেছেন বড় অঙ্কের। তাও কয়েক দফা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতেফের সেই একই কারণে এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে তাকে বাদ দিয়েছে কোচ খালেদ মাহমুদ সুজন।বিপিএলেএখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ঢাকা।

তিন ম্যাচেই হেরে তলানিতে রয়েছে দলটি। হারের বৃত্তে থাকলেও সাব্বিরকে কোনো ম্যাচে রাখেন কোচ কোচ সুজন।কম্বিনেশনের কারণে বাদ দেওয়া হলেও এরসঙ্গে রয়েছে রয়েছে চিরাচরিত সেই শৃঙ্খলতাজনিত ইস্যু।

সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন খোদ কোচই।সিলেট পর্বে নামার আগে সুজন বলেন, ‘সাব্বিরকে আমরা খেলাতেপারিনি, কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইস্যু ছিল। অনেকেই হয়তো বলেছেন ফেসবুক বা সামাজিক মাধ্যমেজানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না।

অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি নাঅনেক কিছু।হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় তৃতীয় ম্যাচের মাঝে যে অনুশীলনে আসেনি। টিমডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি, বিশেষ করে তৃতীয় ম্যাচটি, যেটি ছিল তারিখে। ওই ম্যাচটিখেলানো হয়নি তারিখে অনুশীলনে না আসার জন্য।

এটা পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু,’ যোগ করেন ঢাকার কোচ।তবে পরবর্তী ম্যাচে সাব্বিরকে দেখা যেতে পারে জানিয়ে বললেন, ‘সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সেরাটা খেলবে। অভিজ্ঞক্রিকেটার সে, একজন অভিজ্ঞ ক্রিকেটারর অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুবভালো হবে।

সাব্বিরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান ঢাকা কোচ, ‘আমি ওকে বলেছি যে, না আসতে পারেঅনুশীলনে। অনেক ক্রিকেটারই ম্যাচের আগের দিন অনুশীলন করে না। কিন্তু আমি চাই, আমার প্রত্যেকটি ক্রিকেটারম্যাচের আগের দিন ট্রেনিং করুক বা না করুক, ড্রেসিং রুমে যেন থাকে। সাব্বিরকে এটিই বুঝিয়েছি।

তারিখের অনুশীলনে সে আসবে না, এটা আমরা কেউ জানতাম না যে কেন সে আসেনি। তবে সাব্বির নিজের ভুল স্বীকারকরে নিয়েছেন বলেও জানান এই কোচ, ‘যদি বলে নিত, তাহলে সেটা ডিসিপ্লিনারি ইস্যু নয়। কিন্তু আমি বা ম্যানেজার কেউই জানত না।

মাঠে গিয়ে যখন তাকে খুঁজি, জানি না যে সে কেন নেই, তাহলে তো সত্যিই শকিং ব্যাপার। আমি ওর সঙ্গে কথা বলেছি। সেঅনুধাবন করতে পেরেছে। সে বলেছে যে, “সুজন ভাই ভুল হয়েছে, আপনি রাগ করবেন না আমার বিশ্বাস, ঢাকাক্যাপিটালসের বাকি পুরো পথচলায় সিনিয়র ক্রিকেটার হিসেবে সে আমাকে সাপোর্ট করবে এবং সিনিয়র ক্রিকেটারের মতোআচরণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।