ঢাকাThursday , 9 January 2025
আজকের সর্বশেষ সবখবর

এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: আইইডিসিআর

খান শুভ
January 9, 2025 11:19 am
Link Copied!

ছবি: সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেজানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানআইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বুধবার (০৮ জানুয়ারি) দ্য স্টার নিউজকে জানান, ২০১৭সালে এইচএমপিভি প্রথম শনাক্ত হয় বাংলাদেশে।

এরপর কমবেশি প্রতিবছরই শনাক্ত হয়ে আসছে।এ পর্যন্ত অনেকের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও জটিলতার ইতিহাসনেই। কারণে এইচএমপিভি ভাইরাস নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তিনি বলেন, ভাইরাসটি তেমনক্ষতিকারক নয়। এর লক্ষণ সাধারণ নিউমোনিয়ার মতো; জ্বরসর্দিকাশি হয়। শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়। মৃত্যুর আশঙ্কাকম। মৃত্যুহার নেই বললেই চলে।

তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।প্রসঙ্গত, সম্প্রতি চীনজাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যে কারণেনতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তাইবিষয়টি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও নজরদারিতে রেখেছে। তবে ভারতের শনাক্ত হওয়া এইচএমপি ভাইরাসের সঙ্গে চীনেমিউটেশন হওয়া এইচএমপি ভাইরাসের কোনো যোগ নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন বঙ্গবন্ধু সুপারস্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বাসসকে বলেন, এই ভাইরাসটি আমাদের দেশেঅনেক আগে থেকেই আছে। এটা তেমন ক্ষতিকর না। এটা শুধু শিশু বয়স্কদের সংক্রমিত করে।

মূলত শ্বাসপ্রশ্বাসের সমস্যা করে থাকে। অনেক সময় গায়ে ব্যথা, বমি নিউমোনিয়া হয়। এতে মৃত্যুর শঙ্কা যে খুব একটাবেশি, তা নয়। মৃত্যুহার নেই বললেই চলে। এতে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল ২০০১সালে নেদারল্যান্ডসে। দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়।

ছাড়া সংক্রমিত কোথাও কিছু স্পর্শ করলে, তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে।এইচএমপিভির কারণেশ্বাসতন্ত্রের ওপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণথেকে আলাদা করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দিকাশি জ্বরের মতো উপসর্গ দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।