ঢাকাThursday , 9 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে মিডিয়া সহযোগিতা শক্তিশালী করতে চায় পাকিস্তান

খান শুভ
January 9, 2025 2:03 pm
Link Copied!

পাকিস্তানের তথ্য সম্প্রচার সচিব আমব্রিন জান (দ্বিতীয় ডান) ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেনখান (বাম)-এর সঙ্গে একটি বৈঠকের সময় কথা বলেন। ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ পাকিস্তান নিজেদের মধ্যে মিডিয়া সহযোগিতা আরও জোরদার করতে চায়। লক্ষ্যে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।মঙ্গলবার ( জানুয়ারি) পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানে বাংলাদেশেরহাইকমিশনার ইকবাল হুসাইন খান এবং পাকিস্তানের তথ্য সম্প্রচার সচিব আমব্রিন জান দুই দেশের মিডিয়া সহযোগিতা জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার ( জানুয়ারি) পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষপারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরার জন্য বর্ধিত অংশীদারত্বের ওপর গুরুত্বদিয়েছেন।পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান বলেন, পাকিস্তান বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিকএবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ইতিহাসও রয়েছে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান টেলিভিশন করপোরেশন, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এবং রেডিও পাকিস্তানসহরাষ্ট্রীয় মিডিয়া সংস্থাগুলোর মধ্যে যৌথ প্রযোজনা এবং সংবাদ আদানপ্রদান বাড়ানোর জন্য বাংলাদেশি সমকক্ষপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা প্রয়োজন।বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান দুই দেশের মধ্যে এই ধরনেরসহযোগিতাকে উৎসাহিত করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দুই দেশের জনগণকে ভাই বলে অভিহিত করে, যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম তাদের মধ্যে সম্পর্কআরও দৃঢ় করবে।এ ছাড়া বৈঠকে বাংলাদেশি কেবল নেটওয়ার্কে পাকিস্তানি সংবাদ বিনোদন চ্যানেলের প্রাপ্যতাসম্প্রসারণ এবং চলচ্চিত্র উৎসব আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।