ঢাকাThursday , 9 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

খান শুভ
January 9, 2025 11:05 am
Link Copied!

আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বাস। ছবি : সংগৃহীত


নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতেঅ্যাম্বুলেন্সে থাকা চারজন আগুনে পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।বুধবার ( জানুয়ারি) গভীর রাতেঢাকাআরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকাআরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সেরগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়েপড়ে।সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল ইসলাম দ্য স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কেঅ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ি দুটিতে আগুন লেগে যায়।

পরে তা আরও একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। নিহত চারজনেরমরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তচলছে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান দ্য স্টার নিউজকে বলেন, একটি যাত্রীবাহী বাসঅ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

পরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাস পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। ঘটনায়অ্যাম্বুলেন্সে থাকা চারজন মারা গেছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেএবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।