ঢাকাSaturday , 11 January 2025
আজকের সর্বশেষ সবখবর

ডিবি উত্তরার অভিযানে গ্রেপ্তার ৪

খান শুভ
January 11, 2025 1:17 pm
Link Copied!

৩৯টি চোরাই ফোন, একটি ল্যাপটপ এবং দুটি ঘড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।ছবি : সংগৃহীত 


দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি

৩৯টি চোরাই ফোন, একটি ল্যাপটপ এবং দুটি ঘড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) ও মো. কালাম চোধুরী (৪০)।

ডিবি উত্তরা বিভাগ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শনির আখড়ার একটি বাসা থেকে চোর চক্রের সদস্য মাজহারুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া থেকে জসীম এবং গুলিস্তান থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। সাইফুলের তথ্যে যাত্রাবাড়ী থেকে কালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় চোরাই ফোন, ল্যাপটপ, ঘড়ি ও অন্য সরঞ্জাম।

ডিবি উত্তরা আরও জানায়, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মেলা, ওয়াজ মাহফিল ও জনসভা থেকে কৌশলে মোবাইল চুরি করতেন। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।