আন্তঃজেলা ডাকাতদলের দুই সক্রিয় সদস্যকে চাপাতিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। ছবি : সংগৃহীত
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
আন্তঃজেলা ডাকাতদলের দুই সক্রিয় সদস্যকে চাপাতিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।বুধবার (৮ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে আসামি মো. ইমরান হোসেন (২৪) ও মো. শিপনকে (১৯) গ্রেপ্তার করা হয়।তাঁদের মধ্যে ইমরানের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ দুটি এবং শিপনের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা আছে।
ডিবি রমনা বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর সময় ইমরান ও শিপনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল ও একটি চাপাতি। তবে তাঁদের অপর সহযোগীরা পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা মোহাম্মদপুর এলাকার চিহ্নিত ডাকাত। মোটরসাইকেলে চড়ে সুযোগ বুঝে রিকশা, অটোরিকশা বা অন্যান্য যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতি করতেন।
এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।আসামিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।