রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ছবি : সংগৃহীত
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—এলএক্স সবুজ (২২), মো. সেলিম মিয়া (৩৩) এবং মো. আরিফুল ইসলাম হৃদয় (১৯)।
অতীত অপরাধের রেকর্ড
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে এলএক্স সবুজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। অন্য আসামিরাও বিভিন্ন সময়ে ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কিভাবে গ্রেপ্তার করা হয়
মতিঝিল থানা-পুলিশের একটি বিশেষ দল গত ৭ জানুয়ারি রাতে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে থেকে একটি ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে একটি চাকু, মোবাইল ফোন এবং ছিনতাইকৃত কিছু টাকা উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মতিঝিল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বক্তব্য
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের অন্য সদস্যদের ধরতে কাজ করছি।”
অপরাধীদের কার্যপ্রণালী
পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা সাধারণত গভীর রাত বা ভোররাতে অপেক্ষাকৃত নির্জন এলাকায় পথচারীদের টার্গেট করত। তারা দলবদ্ধভাবে চলাফেরা করত এবং ছিনতাইয়ের সময় সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য ধারালো অস্ত্র ব্যবহার করত।
আইনি প্রক্রিয়া
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
সচেতনতার আহ্বান
মতিঝিল থানা-পুলিশ এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, রাতের বেলা চলাচলে সতর্ক থাকতে এবং কোনো অপরাধমূলক কার্যক্রম নজরে এলে দ্রুত থানায় যোগাযোগ করতে।
উল্লেখ্য, রাজধানীতে ছিনতাই কার্যক্রম কমাতে ডিএমপি নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে সম্প্রতি ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় হয়েছে।