ঢাকাMonday , 13 January 2025
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা

খান শুভ
January 13, 2025 11:01 am
Link Copied!

সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক। ছবি: ফেসবুক


দ্য স্টার নিউজ ডেস্ক

জেলায় নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে  হামলা, ককটেল বিস্ফোরণ মারপিটেরঅভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ ৭৫ জনেরনাম উল্লেখ করে নবাবগঞ্জ  থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় অজ্ঞাতনামা জনকে আসামি করা হয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. আব্দুস সবুর আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার নবাবগঞ্জ উপজেলার তর্পণঘাট গ্রামেরস্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) এই ঘটনায় গত জানুয়ারি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ পেশ করেন।

তার আনিত অভিযোগটি প্রথমিকভাবে অনুসন্ধানে সত্যতার ভিত্তিতে গতকাল রোববার রাতে মামলাটি থানায় দায়ের করাহয়েছে। তিনি বলেন, মামলার উল্লেখ যোগ্য আসামিরা হলো, দিনাজপুর (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ঘোড়াঘাট) আসনের সাবেক সংসদ সদস্য নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক (৪২), তাঁর চাচা দিনাজপুরজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৭২), নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহমো. জিয়াউর রহমান ওরফে মানিক (৫০), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগেরসাংগঠনিক সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম (৩৫), সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান পারুল বেগম (৫০), সহসভাপতি আমির হোসেন (৬২), যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম সবুজ (৪৫), সানোয়ারহোসেন মন্ডল (৫৮) উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান (৩৫), উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেলহোসেন (২৮), সাধারণ সম্পাদক শামীম হোসেন (৩০), ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদশা (৩০), ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৪০), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আইনুল হক চৌধুরী (৬০)

বাদী তার মামলার এজাহারে উল্লেখ করেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে গত আগস্ট দুপুর দেড়টায় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশী ধারালো অস্ত্র বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়েরসামনে সমবেত হয়।

একই সময়ে মামলার বাদী সহ আন্দোলনকারী ছাত্রজনতা বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়েযাচ্ছিলেন। সময় আসামী শিবলী সাদিক দেলোয়ার হোসেনের নির্দেশে আসামি, সায়েম সবুজ, মাসুদ রানা, সানোয়ারহোসেন মন্ডল সাদ্দাম হোসেন ককটেল নিয়ে এবং অন্য আসামিরা হাতে ধারালো হাঁসুয়া, লোহার রড, চায়নিজ কুড়াল দা নিয়ে মিছিলে হামলা চালায়। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা মহুবার রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় গতকাল রোববার রাতে নবাবগঞ্জ থানায়বিস্ফোরক দ্রব্য আইন অন্যান্য ধারায় একটি মামলা হয়েছে।

মামলা দায়েরের পর তিনি আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন এজাহারকারীর নিকটে থাকা আলামত জব্দকরেছেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। মামলার আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের গ্রেফতারকরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।