ঢাকাMonday , 13 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার

খান শুভ
January 13, 2025 1:00 pm
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। সোমবার (১৩ জানুয়ারি) বিকেএমইএ’র নেতৃবৃন্দ’র সাথে তিনি কারখানা গুলো পরিদর্শন করে। পরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলার।

এ সময় বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের সাথে সভা করেন। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আশ্বস্তের পাশাপাশি শ্রমিক আইনের উপর জোর দেন। মাইকেল মিলার প্রথমে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড নামের একটি কারখানা পরিদর্শন করেন। পরে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আবার সদর উপজেলার ফতুল্লা অ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেন।
সভায় নানা বিষয় নিয়েও কথা বলেন এবং বিকেএমইএ পরিচালনা পর্ষদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, ২০২৬ সালে আমরা যে গ্র্যাজুয়েশনে যাবো সে ব্যাপারে তাকে অবহিত করেছি। যদি আমাদের সরকার তা স্থগিত করে সেক্ষেত্রে তার সহযোগীতা চেয়েছি। এ সময়ে তিনি পোশাকের সঠিক মূল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে শ্রমিক আইন ও পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।