নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান (মতি) ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে ডিএমপি বাটারা থানা পুলিশ।
রবিবার ১২ই জানুয়ারি মধ্যরাতে দুইটার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় ডিএমপির ভাটারা থানা পুলিশ অভিযান পরিচালনা করে করে সাবেক কাউন্সিলর মতি ও তার পুত্র বাবুইকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মতিউর রহমান সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন,বাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।তিনি জানান,বাটারা থানার রাজনৈতিক মামলায় মতি ও তার ছেলে বাবুইকে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।