ঢাকাTuesday , 14 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে অবৈধ ভিনদেশীদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে

খান শুভ
January 14, 2025 12:03 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক

বাংলাদেশে অবস্থানরত কর্মরত ভিনদেশি নাগরিক যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে ৩১ জানুয়ারির মধ্যেপ্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বৈধতা অর্জন করতে হবে।

অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবেবাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন।

এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তিঅনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহবৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে দ্যা ফরেইনার্স এ্যাক্ট, ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।