আটক মো. মোরশেদ ও গাজী মনির। ছবি : সংগৃহীত
দ্য স্টার নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার মোহরা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ পুলিশসদস্য আহত হয়েছেন।চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন দ্য স্টার নিউজকে এ তথ্য নিশ্চিতকরেছেন।
আটক দুজন হলেন– পটিয়া থানার চরখানার মো. মোরশেদ (৩১) ও কুমিল্লা জেলার চান্দিনা থানার গাজী মনির (৪৮)।ওসি মো. আফতাব উদ্দিন বলেন, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলাকালে সিএনজিতেঅবস্থানরত দুজন পুলিশের ওপর হামলা করে।
একপর্যায়ে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করাহয়েছে।