ঢাকাWednesday , 15 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অস্ত্রসহ যুবলীগ নেতা রাহুল গ্রেপ্তার

খান শুভ
January 15, 2025 12:14 pm
Link Copied!

গ্রেপ্তার পান্থ নাথ রাহুল। ছবি : সংগৃহীত


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় অস্ত্রসহ জেলা যুবলীগ নেতা পান্থনাথ রাহুলকে গ্রেপ্তার করেছেন পুলিশ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার নম্বর ওয়ার্ডেরমাস্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পান্থ নাথ রাহুল নোয়াখালী পৌরসভার নম্বর ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার মৃত সুকুমার নাথের ছেলে।স্থানীয়রাজানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া অপরাজিতা ভবনের তৃতীয় তলায়অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সময় তার কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন উদ্ধার করো হয়। তাদের অভিযোগ, রাহুল শুধু অস্ত্রবাজ নয়, তিনি মাদকসেবন এবং কারবারের সঙ্গেও জড়িত।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম দ্য স্টার নিউজকে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনেমামলা প্রক্রিয়াধীন আছে। যথাসময়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।