গ্রেপ্তার পান্থ নাথ রাহুল। ছবি : সংগৃহীত
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় অস্ত্রসহ জেলা যুবলীগ নেতা পান্থনাথ রাহুলকে গ্রেপ্তার করেছেন পুলিশ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডেরমাস্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পান্থ নাথ রাহুল নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার মৃত সুকুমার নাথের ছেলে।স্থানীয়রাজানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া অপরাজিতা ভবনের তৃতীয় তলায়অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করো হয়। তাদের অভিযোগ, রাহুল শুধু অস্ত্রবাজ নয়, তিনি মাদকসেবন এবং কারবারের সঙ্গেও জড়িত।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম দ্য স্টার নিউজকে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনেমামলা প্রক্রিয়াধীন আছে। যথাসময়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।