ঢাকাWednesday , 15 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় কুড়িল ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ল ভ্যান, প্রাণ গেল চালকের

খান শুভ
January 15, 2025 10:57 am
Link Copied!

IMG_0476.jpeg

নুর ইসলাম নিরব 

স্টাফ রিপোর্টার 

ঢাকার খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে আকিকুল ইসলাম মণ্ডল(৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৪ জানুয়ারি ) দুপুর আড়াইটার দিকে কুড়িল ফ্লাইওভারের উপরে ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইব্রাহিম হোসেন রাকিব জানান, আকিকুল ভ্যান চালিয়ে কুড়িল ফ্লাইওভারদিয়ে যাচ্ছিলেন। তখন একটি বাস তার ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানচালক ছিটকে ফ্লাইওভারথেকে নিচে রাস্তায় পরে যায়।গুরুতর অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।নিহত আকিকুলের ভাতিজি মোছা. রোকেয়াআক্তার জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার টাংগাটী গ্রামে। ছেলে স্ত্রীকে নিয়ে তিনিকুড়িল ঘাটপাড় মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

তিনি জানান, উত্তরা এলাকার একটি পরিবার বাসা পরিবর্তন করে বসুন্ধরা যাচ্ছিল এবং সেই বাসার আসবাবপত্র আনতেউত্তরার দিকে যাচ্ছিলেন আকিকুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুরবিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।