ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

জংলি সিনেমায় দ্বৈত গানে তাহসান-আতিয়া আনিসা

খান শুভ
January 16, 2025 12:58 pm
Link Copied!

তাহসান খান আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত


বিনোদন প্রতিবেদক :-

প্রিন্স মাহমুদের কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান। আসছে ভালোবাসা দিবসে গানটি আসবে বলেজানিয়েছেন শিল্পীরা। কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বলেন, ‘প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণীয় হয়েথাকবে। তার গান শুনে শুনেই বেড়ে ওঠা। তার সুরে সিনেমায়  প্লেব্যাকের সুযোগ পেয়ে গর্বিত। তার সুরে গাওয়ার পাশাপাশিঅনেক কিছু শেখারও সুযোগ হয়েছে।

গানটিতে সহশিল্পী হিসেবে তাহসান খান এবং মিউজিক অ্যারেঞ্জার হিসেবে ইমরানকে পাওয়াসব মিলিয়ে ক্যারিয়ারেরস্মরণীয় একটি গান।

তাহসান খান বলেন, ‘গানের ভুবনে যারা আমার প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা সুরের ধরন অনেকেরচেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে।

এর আগে বিভিন্ন অ্যালবামে তার কথা সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার সুযোগ হলো প্লেব্যাকের। আশা করছি, অ্যালবামের গানগুলো যেভাবে শ্রোতামনে অনুরণন তুলে যাচ্ছে, ঠিক একইভাবে জংলি সিনেমার জনম জনম গানটিওঅনেকের হৃদয় স্পর্শ করবে। সিনেমায়ছুঁয়ে দিল মনগানটির অনেক বছর পর আবারও প্লেব্যাক করলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।