বগুড়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা আবু রায়হান মোল্লা গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ছাত্র আন্দোলনে ভাঙচুর নাশকতা অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি যুবলীগনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি শুভগাছা বাজার এলাকা থেকে তাকেগ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামির নাম আবু রায়হান মোল্লা।
তিনি ওই এলাকার জলিল মোল্লার ছেলে এবং খামারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। শেরপুর থানারঅফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করে জানান, ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলায়তদন্তে প্রাপ্ত আসামি আবু রায়হান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোহয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।