স্টাফ রিপোর্টার
ফেসবুকে লুৎফুর রহমান বাবরের মুক্তির দাবিতে স্ট্যাটাস দেওয়া সেই ছাত্রদলের নেতা লুৎফুর রহমান বাবর গতকাল কারামুক্ত হওয়ায় শাহিনের বুক ভরা আনন্দের খুশিতে গ্রামবাসীকে ৫০ কেজি মিষ্টি বিতরণ ও দোয়া আয়োজন করেন।
শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে মানুষকে মিষ্টি খাওয়াইয়ে বাবরের কারামুক্ত হওয়ায় বাবরের সুস্থতা কামানোর জন্য, সকলকে মিষ্টি বিতরণ করেন।
এবং ছাত্রদলের নেতা শাহিন বলেন, দীর্ঘ ষোল বছর আমার নেতা লুৎফর রহমান বাবর মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। তবে সত্যের জয় একদিন হবেই এর প্রমাণ আমার নেতা গতকাল দীর্ঘ ১৭ বছর পর জেল থেকে বের হয়েছে এই খুশিতে আমি তার জন্য দোয়ার আয়োজন করেছি।এবং সকলের কাছে তার শরীর সুস্থতার কামনা করছি। এবং আমার নেতা কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের রাইকুল ইসলাম ইসলাম ভাইয়ের জন্য দোয়া কামনা করছি।