ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ পহেলা বৈশাখ: পানি সম্পদ উপদেষ্টা

খান শুভ
January 18, 2025 11:45 am
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক

আগামী পহেলা বৈশাখে স্থানীয় নামসহ নদনদীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদউপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনারদের কাছ থেকে এক হাজার ১০০ এর কিছুবেশি নদনদীর খসড়া তালিকা পেয়েছি।

আরও যাচাইবাছাইয়ের কার্যক্রম চলছে। আমরা ৬৪ জেলায় খাল নদনদীর সীমানা নির্ধারণ করে দেবো, যাতে কেউআগামীতে আর দখল করতে না পারে।ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শুক্রবারবাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিতনদনদী পানিরব্যবস্থাপনাশীর্ষক সম্মেলনে তিনি কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘যশোরের ভবদহের সমস্যাটাখুবই জটিল হয়ে গেছে, এতটা বছর এটা কোনোভাবেই অ্যাড্রেস করা হয়নি।

এখন পানি উন্নয়ন বোর্ড সকাল ৮টা থেকে রাত ৮টা৯টা পর্যন্ত পাম্প দিয়ে পানি নিষ্কাশন করছে। ভবদহ এলাকায় স্লুইসগেটের ভেতরে উচ্চতা নিচু, আবার স্লুইস গেটের বাইরে নদী ভরাট হয়ে গেছে অর্থাৎ উঁচু হয়ে গেছে। যার ফলে স্লুইস গেটখুলে দেওয়া হলে পানি বের না হয়ে উল্টো ভেতরে ঢুকে পড়ে।

তিনি বলেন, ভবদহ এলাকার সমস্যা সমাধান করতে হলে আমডাঙ্গা খাল আরও গভীর প্রশস্ত করে খনন করতে হবে।সেখানে পুনর্বাসনের বিষয় আছে। কিছু মানুষকে অন্যত্র স্থানান্তর করতে হবে। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। টিআরএমেরকথা উল্লেখ করে তিনি বলেন, একদল তেড়ে আসে, তারা বলে টিআরএম করা যাবে না।

উপদেষ্টা বলেন, আশা করি ২৫ জানুয়ারির মধ্যে ভবদহের শতকরা ৮০ শতাংশ জায়গা থেকে পানি অপসারণ করতে সক্ষমহবো এবং মানুষ চাষাবাদ করতে পারবে।তিনি বলেন, ঢাকার চার পাশের চারটি নদী এবং দেশের প্রতিটি বিভাগে একটি করেনদী দখল দূষণমুক্তকরণের কর্মপরিকল্পনা আমরা চূড়ান্তকরণের দিকে যাচ্ছি।

করোতোয়া নদীর প্রভাবশালী দখলদার যিনি, তিনি নিজে এখন রাজি হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে মিলে তিনি তারদখল সেখান থেকে তুলে নেবেন। কাজটা আমরা সহসাই করে ফেলতে পারবো, জানান তিনি।আরেক প্রশ্নের জবাবেতিনি বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণে ফিজিবিলিটি স্টাডি এপ্রিলে শেষ হবে।

বৃষ্টির সিজনের স্টাডি হয়েছে, এখন শীতের সিজনের স্টাডি শেষে অর্থের সংস্থান করে আশা করি কাজের উদ্বোধন করতেপারবো।তিনি বলেন, নোয়াখালীতে মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় ওইখানে রাতারাতি চর জেগে ওঠে।

ফলে নদী ভাঙ্গন হচ্ছিল। ১৫ দিনের মধ্যে ওখানে ড্রেজার দিয়ে ড্রেজিং করে দেওয়ায় ওই এলাকায় মানুষের বাড়িঘরগুলোভাঙন থেকে রক্ষা পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।