নারায়ণগঞ্জ প্রতিনিধ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৯ নং ওয়ার্ড জালকুড়ি এলাকায় আখতারুজ্জামান নামে এক ব্যক্তি নিজ ফেসবুক আইডিতে হত্যার হুমকি দিচ্ছে তাকে বলে প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছে।
গত বুধবার ১৫ জানুয়ারি দিবাগত রাত থেকে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে লিখছেন,আমাকে হত্যার পূর্ব দৃশ্য আবার হত্যার পায়তারা করছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আলাউদ্দিনের দুই ছেলে কাইয়ুম, সালাউদ্দিন ও স্বৈরাশাসক আওয়ামী লীগ সরকারের আমলে সাইনবোর্ড থেকে চাষাড়ায় ইজিবাইক স্টিকার বাণিজ্য চাঁদাবাজি সহ ভূমিদস্যু জয়নাল আবেদীন রাজু।
এবং আরো একটি স্ট্যাটাস দেন,আমি আখতারুজ্জামান আমার একটি মোটর গ্যারেজ আছে জালকুড়ি বাস স্ট্যান্ডের পাশেই গভীর ডোবা জায়গায় আমি পাঁচ বছরের চুক্তিনামা দলিল করে জায়গাটি আমি ভরাট করে গ্রেরেজ চালু করি।বৃষ্টি চালু থেকে শুরু করে চুক্তিনামা পায়ের তারা ভূমিদস্য প্রতারক আওয়ামী লীগের কিলারদের নিয়ে আমার উপর অত্যাচার চালায়।এবং হত্যার চেষ্টা চালায়, হত্যা করতে না পেরে আমাকে ডিবি দিয়ে মিথ্যা মামলায় জেনে রেখে তারা আমার গ্যারেজ দখল করে মার্কেট তৈরি করে।এবং এ বিষয়ে আমি জেল থেকে বের হওয়ার পরে নতুন করে আমারে আবারো হত্যার জন্য চেষ্টা করছে।