ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি অস্ত্রসহ বগুড়ায় ৪ যুবক গ্রেপ্তার

খান শুভ
January 18, 2025 10:50 am
Link Copied!

গ্রেপ্তারকৃত চার যুবক। ছবি : সংগৃহীত

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

বগুড়ায় ডাচবাংলা ব্যাংক লিমিটেডের (রকেট) এজেন্টের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগেচারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একাধিক দেশীয় অস্ত্র দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।শুক্রবার(১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শহরের রহমান নগর অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের রহমান নগর জিলাদার পাড়ার আব্দুস সালামের ছেলেমো. জিহাদ (২৩), সদরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত রাঘুর ছেলে মো রাসু (২০), ইসলামপুর হরিগাড়ি এলাকার মো. চানমিয়ার ছেলে মো. আরিফ আহম্মেদ কবির (২৪) সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১৯)

সংবাদ সম্মেলনে সুমন রঞ্জন সরকার জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে কামারগাড়ি এলাকায় রকেটএজেন্সির ডিলারের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই হয়। ব্যাপারে জানুয়ারি সদর থানায় মামলা দায়ের হয়।তদন্ত করতে গিয়ে ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে শহরের রহমান নগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়েছিনতাইকারী চক্রের সদস্য জিহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সময় ঘরের মধ্যে একটি টেডি বিয়ার পুতুলের ভেতরেলুকিয়ে রাখা তিন রাউন্ড গুলিভর্তি .৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল খাটের নিচ থেকে সাতটি ধারালো অস্ত্রউদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে তার স্বীকারোক্তিতে শহরের খান্দার মালগ্রাম এলাকা থেকে ছিনতাইকারী চক্রের অপর তিনসদস্য রাসু, কবির রিয়াদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে অপরাধে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ছিনতাই আইনে মামলা করেছে।

অস্ত্র অন্যান্য বিষয়ে তথ্য পেতে পরে তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত দুদিনকরে রিমান্ড মঞ্জুর করেন।এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদরথানার ওসি এসএম মঈনুদ্দীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।