ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

লেবানন থেকে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি

খান শুভ
January 18, 2025 1:19 pm
Link Copied!

ছবি : সংগৃহীত 

দ্য স্টার নিউজ ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ প্রবাসী। শুক্রবার (১৭ জানুয়ারি ) রাত ৯টা ১৫ মিনিটে হযরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রণালয় এবং আইওএমের  কর্মকর্তারা।আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের খোঁজ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এখন পর্যন্ত একজন বাংলাদেশিবোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।উল্লেখ্য, পর্যন্ত ১৯ ফ্লাইটে সর্বমোট হাজার ২৪৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।