ঢাকাSunday , 19 January 2025
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

খান শুভ
January 19, 2025 2:12 pm
Link Copied!

যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ। ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। ইসরায়েলেরমন্ত্রিসভাও যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে। প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনির প্রাণ এবং লক্ষাধিক মানুষ আহত হওয়ারবিনিময়ে পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম হত্যাকাণ্ডের অবসান হতে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় গাজায় সংঘাতবন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির পথও খুলতে যাচ্ছে। যদিও গাজার সংকটসমাধান এখনো সুদূর রেখা, তবু দীর্ঘ কয়েক মাস আলোচনার ফল চুক্তিকে গাজা যুদ্ধ বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে দেখাহচ্ছে।

এর আগেও কাতার মিসরে গাজার যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। ইসরায়েল হামসের প্রতিনিধিরাসেসব আলোচনা অংশ নিয়েছেন। তবে কোনো না কোনো পক্ষের অসহযোগিতায় শেষ পর্যন্ত সেসব প্রচেষ্টা সফলতার মুখদেখেনি। তবে দুপক্ষই এবার চুক্তি মেনে নেওয়ার কথা জানিয়েছে।

আর এখানে কাজ করেছে কয়েকটি দেশের জোর প্রচেষ্টা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতানিয়াহুর ওপর চাপবাড়ছিল, যা যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কথা বলেছেন।তিনি এর জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন। কীভাবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে, তাও তুলে ধরেন তিনি।

হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর হোয়াইট হাউসে এক ভাষণে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট গাজাযুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।বাইডেন বলেন, তিন ধাপে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। প্রথম ধাপছয় সপ্তাহ স্থায়ী হবে। দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা চলছে এবং তৃতীয় ধাপে হবে গাজার পুনর্গঠন নিয়েআলোচনা।

বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে ছয় সপ্তাহের একটি প্রাথমিকযুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়াহবে এবং হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়াহবে।চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ৫০ বছরেরবেশি বয়সী পুরুষ রয়েছেন।

সময় রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে দেওয়া হবে। গাজায় অবশিষ্টহাসপাতালগুলোকে সচল রাখতে ৫০টি জ্বালানি ভর্তি লরিও পাঠানো হবে।গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলেরসঙ্গে গাজার সীমান্তের ৭০০ মিটারের ( হাজার ২৯৭ ফুট) বেশি দূরে অবস্থিত এলাকায় ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহারকরবে।

ইসরায়েল বেসামরিক নাগরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরে যেতে দেবে।ইসরায়েল আহত ফিলিস্তিনিদেরচিকিৎসার জন্য গাজা ত্যাগের অনুমতি দেবে এবং প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হওয়ার সাত দিন পর মিসরের সঙ্গে রাফাহক্রসিং খুলে দেবে।

ইসরায়েলি বাহিনী মিসর গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে তাদের উপস্থিতি হ্রাস করবে এবং চুক্তি কার্যকরহওয়ার ৫০তম দিনের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে।চুক্তির দ্বিতীয় ধাপে শর্ত পূরণ হলে ইসরায়েলের কারাগারে বন্দিফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে অবশিষ্ট সব জীবিত জিম্মিদের মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীসম্পূর্ণ প্রত্যাহারের বিষয় রয়েছে।তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথারয়েছে। এই কাজ পরিচালিত হবে মিসর, কাতার জাতিসংঘের তত্ত্বাবধানে।

ছাড়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য মিসরের রাজধানী কায়রোতে একটি যৌথ কার্যক্রম কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়াহয়েছে। এতে কাতার, যুক্তরাষ্ট্র, মিসর, ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতিনিধিরা থাকবেন।২০২৩ সালের অক্টোবরহামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে হাজার ২০০ জন সেনা বেসামরিক মানুষহত্যা এবং ২৫০ জনকে বন্দি করে। এর পর থেকেই গাজায় ব্যাপক সামরিক হামলা শুরু করে ইসরায়েল।

তবে ১৫ মাস ধরে ইসরায়েলের টানা হামলা অপরাধীনিরপরাধ বিচার করেনি। ৪৬ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকেহত্যা করেছে তারা। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। এই নির্মমতা বন্ধে পৃথিবীব্যাপী জনমত সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিকসম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টার পর একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।তবে যুদ্ধবিরতিতে অসন্তোষ প্রকাশ করে ইসরায়েলেবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

নেতানিয়াহুর মন্ত্রিসভায়ও ক্ষোভ দেখা গেছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির যুদ্ধবিরতি ইস্যুতে পদত্যাগেরহুমকি দিয়েছেন। তবে যুদ্ধবিরতির পক্ষেও ইসরায়েলে মিছিল হয়েছে। ইসরায়েলিফিলিস্তিনি নির্বিশেষে মানুষ চাইছে শান্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।