স্টাফ রিপোর্টার:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রাকিবুল রহমান সাগরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদ্রাসায় হাফেজ ছাত্রদের ধারায় কোরআন খতম মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
উক্ত আয়োজনের দোয়ার পরে, অ্যাডভোকেট রাকিবুল রহমান সাগর মাদ্রাসার হাফেজ ও এতিম ছাত্রদের সহ সকল সহযোদ্ধাদের নিয়ে একসাথে বসে বাদ জোহরের পরে খাবার খান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুল রহমান সাগর বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি দেশ স্বাধীনের ঘোষণাই করেননি, তিনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করে আদমজী কবরস্থানে বিশেষ মোনাজাত করা হয়।