ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ, র‍্যাব ও আনসার পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে

খান শুভ
January 20, 2025 4:43 pm
Link Copied!

বাম দিক থেকে পুলিশ, র‍্যাব আনসার। ছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক

পুলিশ, র‍্যাব আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরপর থেকেই সবাই কৌতূহলী হয়ে উঠেছেন কোনরঙের পোশাকে দেখা যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তা জানার জন্য।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীজানান, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের।র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরওজানান, পুলিশ, র‍্যাব আনসারদের জন্য ৩টি পোশাক নির্ধারণ করা হয়েছে। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করাহবে। যেসব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে।এর আগে সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলাসংক্রান্তউপদেষ্টা কমিটির বৈঠক হয়।

এতে পুলিশ, র‍্যাব আনসারের পোশাক পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, ১৮টি পোশাক পরিহিতপুলিশ, আনসার র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত হয়। এই ১৮টি থেকে ৩টি পোশাক নির্বাচন করা হয়।উল্লেখ্য, ১১আগস্ট পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরেপুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পরসিদ্ধান্ত নেওয়া হবে।তিনি আরও জানিয়েছিলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত।

সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেনরাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।