নারায়ণগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মন্ডলপাড়া ফুটবল টুর্নামেন্ট সিজন ৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার ২০ জানুয়ারি দুপুর সাড়ে তিন টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৬ নং ওয়ার্ড এলাকায় এস.ও সুস্তারি মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এসময় দুই গ্রুপের মধ্যে দিয়ে মন্ডলপাড়া জুনিয়র গ্রুপ হেরে গিয়ে এস.ও ওয়ারীয়ন এক গোলে জিতে পুরস্কার গ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক জনাব এস এম আসলাম। অনুষ্ঠানের সভাপতিতো করেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন,৬ নং ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম. এ কিবরিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাওলাদ হোসেন,সহ সভাপতি হাবিব মন্ডল,৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মন্ডল,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য আব্দুর রব,বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক মকবুল হোসেন বাবু,নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শিপন।
প্রধান অতিথি এস এম আসলাম বলেন,আজকে এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি গর্ববোধ করছি এ কারণে যে আমরা একটি ভাল কাজে অংশগ্রহণ করতে পেরেছি। খেলাধুলা একটা ব্যক্তির জন্য স্বাস্থ্যের জন্য উপকার,স্কুল-কলেজের শেষে যে সময়টা তাদের থাকে এই সময়টাকে এই ধরনের খেলাধুলার মধ্যে দিয়ে কাটায় তাহলে এদেশে মাদক বলতে কিছু থাকবে না।