দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
রাজধানীর খিলগাঁও থানার জোরপুকুরপাড় মাঠের সামনে ডাকাতি করার উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহডাকাতদলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো– ১। মোঃ মিরাজ(২১) ও ২। মোঃ আরিফ (১৯)। এসময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্টিলের চাপাতি, একটি স্টিলেরছোরা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি ) ভোর ০৪:৪৫ ঘটিকায় খিলগাঁও থানার জোরপুকুরপাড় মাঠ এলাকায় অভিযানপরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার একটি টহল টিম গোপনসংবাদের ভিত্তিতে জানতে পারে জোরপুকুরপাড় মাঠের সামনে পাকা রাস্তার উপর ৯/১০ জন দুষ্কৃতকারীর একটি দলডাকাতির উদ্দেশে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টিমটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে তিনজন এবং অন্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন মোটরসাইকেলসহ মিরাজ ও আরিফকে গ্রেফতার করা হয়।এ সময় ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
গ্রেফতারের সময় একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের ছোড়া ও মোটরসাইকেল জব্দ করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা খিলগাঁওসহ রাজধানীর বিভিন্নস্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের নিকট হতে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামালহাতিয়ে নিতো। তারা খিলগাঁওয়ের উক্ত এলাকায় ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারকরেছে।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত মিরাজ ও আরিফের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও ও ডেমরাথানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকঅন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।