ঢাকাTuesday , 21 January 2025
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ

খান শুভ
January 21, 2025 1:43 pm
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর উত্তরখান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারি ছিনতাইকারীকেদেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো১। সুমন আহম্মেদ সুমন (৩৫) ২। মোঃনাজিম (৩২) এসময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি প্লাস, একটি ছোরা, একটি টর্চ লাইট, একটি ১০ ফিট লম্বানাইলনের রশি, দুটি বাঁশের লাঠি তিন জোড়া স্যান্ডেল জুতা উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি ) রাত :৩০ ঘটিকায় উত্তরখান থানার রাজাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরগ্রেফতার করা হয়।উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালেগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরখান থানার রাজাবাড়ির বহরেরটেক বাগানের পূর্ব পাশের ফাঁকা জায়গায়কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়সুমন নাজিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনায় উত্তরখানথানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুমন নাজিম এবং তাদের পলাতক সহযোগিরা এলাকার চিহ্নিত মাদককারবারি ছিনতাইকারী। তারা উত্তরখান থানার উক্ত এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিকজিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে উত্তরখানথানায় পাঁচটি নাজিমের বিরুদ্ধে সাতটি চুরি, ছিনতাই মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত পলাতক অন্যান্যদেরগ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।