নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল সৈয়দপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক গৃহকর্তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে চিহ্নিত মাদক কারবারিরা। আহত গৃহকর্তা মোঃ আসলাম (৩৯) থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গতকাল দুপুরে স্থানীয় মাদক কারবারি আলম (৩০), শামিম (৩০), লালা (৪০) ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসলামের বাড়িতে প্রবেশ করে। ১ লক্ষ টাকা চাঁদা দাবির প্রেক্ষিতে আসলাম তা দিতে অস্বীকার করলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাসা থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এলোপাতাড়ি মারধর করে।
অভিযোগ অনুযায়ী, ১নং বিবাদী আলম মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী শামিম ঘুষি মেরে আসলামের বাম চোখে রক্ত জমাট জখম করে। ৩নং বিবাদী লালা তার স্মার্টফোন (মূল্য ২৭,৫০০ টাকা) ও ২৯,৫০০ টাকা লুঙ্গীর কোচ থেকে ছিনিয়ে নেয়।
হামলার সময় আসলামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা গ্রহণের পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পালানোর সময় হামলাকারীরা আসলামের জীবন নাশের হুমকি দেয়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার পর আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত মাদক কারবারি ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”