ঢাকাSaturday , 25 January 2025
আজকের সর্বশেষ সবখবর

২০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

খান শুভ
January 25, 2025 1:26 pm
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবিগুলশানবিভাগ।গ্রেফতারকৃতরা হলো১। মোঃ জমির উদ্দিন (৪৫) ২। মোঃ আলমগীর (৪১)

শুক্রবার (২৪ জানুয়ারি ) দুপুর ০১:০৫ ঘটিকায় মতিঝিল থানাধীন ফকিরাপুল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় অভিযানপরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।ডিবিগুলশান বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যেরভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি মতিঝিল থানাধীন ফকিরাপুল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় ইয়াবাবিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবিগুলশান বিভাগের একটি চৌকস দল। পুলিশেরউপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটজব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্নঅবৈধ মাদক সংগ্রহ করে মতিঝিল এর আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।