ঢাকাSunday , 26 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীর চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ‘কুত্তা রাব্বি’ গ্রেফতার

খান শুভ
January 26, 2025 2:00 pm
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলারএজাহারনামীয় আরেক অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বি (১৮) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবিমিরপুরবিভাগ।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকা হতে তাকে গ্রেফতার করেডিবিমিরপুর বিভাগের একটি চৌকস দল।ডিবিমিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশেরনতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বেলা :৩০ ঘটিকায় এলাকায় আধিপত্য বিস্তার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষেরএলোপাতাড়ি ছুরিকাঘাত মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেলহাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ভিকটিমের স্ত্রীরাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবিসূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদেরগ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডসংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ে মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবিমিরপুর বিভাগ।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান মুরাদ কে গ্রেফতার করা হয়।

আর (২৬ জানুয়ারি) তারিখে রাত ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাবু হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতমআসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।