ঢাকাSunday , 26 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

খান শুভ
January 26, 2025 1:01 pm
Link Copied!

খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তরপশ্চিমে অবস্থিত  প্রদেশে খাইবার পাখতুনখোয়া সেনাবাহিনীর তিন পৃথক অভিযানে অন্তত ৩০ জঙ্গিনিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আট জন। নিহতদের মধ্যে দুইজনকেরিংলিডার‘ (নেতৃস্থানীয়) বলে আখ্যায়িতকরেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক খাইবারজেলায় অভিযান চালায়। বিবৃতিতে আরও জানানো হয়, লাক্কি মারওয়ার অভিযানে ১৮ জঙ্গি নিহত জন আহতহয়েছেন।

কারাক জেলায় আরও জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।সেনাবাহিনী আরও বলেছে, তৃতীয়অভিযানে গোষ্ঠীনেতাসহ জঙ্গি নিহত দুইজন আহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র গোলাবারুদ উদ্ধারকরা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এলাকায় জঙ্গি উপস্থিতি পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।সেনাবাহিনী বলেছে, দেশ থেকেজঙ্গিবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

অপর দিকে, দক্ষিণ ওয়াজিরিস্তান আপারের ওমর রাঘাজাই পুলিশ পোস্ট থেকে অপহৃত চার পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করাহয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।