ঢাকাSunday , 26 January 2025
আজকের সর্বশেষ সবখবর

রামপুরায় বাসচাপায় কিশোর নিহত

খান শুভ
January 26, 2025 11:58 am
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার রামপুরা এলাকায় বাসচাপায় সাজিদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী ) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় ওই কিশোর গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেনেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মজিবর গাজী।

তিনি জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে তার মালিকানাধীন তিন কন্যা অটো সেন্টারে কর্মচারী ছিল সাজিদ।সন্ধ্যায়দোকান থেকে বের হয়েছিল সাজিদ। ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনেরএকটি বাস তাকে চাপা দিয়েছে জানার পর দ্রুত গিয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি।

চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন মজিবর।তবে তিনি সাজিদের বিস্তারিত পরিচয় জানাতেপারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তথ্যের সত্যতা নিশ্চিতকরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।