জেতার সুযোগ তৈরি করেও নষ্ট করেন সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত
স্পোর্টস ডেস্ক,
চট্টগ্রাম পর্বের শেষ দিনে রংপুর রাইডার্সের জয়রথ থামিয়েছিল দুর্বার রাজশাহী। দলটির বিপক্ষে যেন জিততেই পারেন নানুরুল হাসান সোহানরা—মিরপুরেও আবারও দেখা মিলল তা। তাসকিন আহমেদদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনিরংপুরের বিশেষজ্ঞ ব্যাটাররা। ছন্দে থাকা ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, সোহান—কেউই নামের প্রতি সুবিচার করতেপারেননি।
পর পর দুবার রাজশাহীর কাছেই হার দেখল সবার আগে সুপার ফোর নিশ্চিত করা রংপুর। রাজশাহী অধিনায়ক তাসকিনগড়লেন রেকর্ড। বিপিএলের ইতিহাসে একক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় জায়গা করে নিলেন তিনি।মিরপুরশেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মাঠে নামার আগে নেতিবাচক শিরোনাম হয়েছিল রাজশাহী।
পারিশ্রমিকসহ নানা ইস্যুতে দলটির হয়ে খেলতে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। তাদের ছাড়াই শেষ পর্যন্ত সবস্থানীয়দের নিয়ে একাদশ সাজায় তাসকিন আহমেদরা। আগে ব্যাটিং করে ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ১১৯ রান তোলেনতারা। বলের সমান রান করলেই জয়ের দেখা পেত রংপুর। অথচ সেটাও করতে পারেননি সোহানরা। ৯ উইকেটে ১১৭ রানেতোলে তারা।
জেতার সুযোগ তৈরি করেও নষ্ট করেন সাইফউদ্দিন। ২ রানে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে জায়গা করে নিয়েছেরাজশাহী। রংপুরের ব্যাটিংয়ে শুরুতেই ধকল নামান মৃত্যুঞ্জয় চৌধুরি। বাঁ হাতি এই পেসারের তোপে পড়ে সাজঘরের পথধরেন সৌম্য সরকার, সাইফ হাসান, মেহেদী হাসান, নুরুল হাসান সোহানরা।
অন্যপাশে চাপ বাড়িয়ে দেন তাসকিন ও মোহার শেখ। ওপেনার স্টিভেন টেইলরকে ফিরিয়ে তাসকিন ছুঁয়েছিলেন সাকিবেররেকর্ড। ২০১৯ সালে বিপিএলের এক আসরে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট, এতদিন সেটাই ছিল সর্বোচ্চ উইকেট।রাকিবুল হাসানকে ফিরিয়ে সেটা ছাপিয়ে গেলেন তাসকিন। সেরার রেকর্ডটি নিজের করে নিয়েছেন ডানহাতি এই পেসার।