কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি–বিদেশি বিপুল অস্ত্রসহ ১০ জন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
দ্য স্টার নিউজ ডেস্ক ,
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি–বিদেশি বিপুল অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করাহয়।অভিযানে ২টি নাইন এমএম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুটের একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, রাম দা ও চাকু এবং ৯ রাউন্ড শটগানের বুলেট উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়ারা হলেন নগরীর ঝাউতলার মো. নাইমুল ইসলাম নাঈম, কালিয়াজুড়ির আবির হামিদ মাহি, ছোটরা ঈদগার সাজিদুল ইসলাম, ছোটরার সাব্বির হোসেন, মোহাম্মদ আলী, ঝাউতলার জাবেদুর রহমান, ধর্মসাগরেরঅভিজিৎ রায় সরকার, বুড়িচং উপজেলার সাদকপুরের আবুল খায়ের, কালিয়াজুড়ির রাকিব এবং নগরীর ধর্মসাগর পাড়েরঅপু।গ্রেপ্তারদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম দ্য স্টার নিউজকে বলেন, সেনাবাহিনীর অভিযানেগ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।